আসনে আসীন
প্রণব চৌধুরী
১৮/১০/ ২০২৪,
আসনে আসীন অনিকেত এই অপরাহ্নের অবেলায়।
অপলকদৃষ্টিতে অপরূপে অদ্ভুত অপার মহিমায়।
আবহতে আসন্ন আঁতুড় অকিঞ্চণে অলোকরাশি।
আড়ালে আবডালে কত আকুতি অবিরামে আগ্রাসী।
অতি আচারে অত্যাচারিত অতঃপরে সকল আপামর।
আভাতিবেলায় অতি অবহেলায় অন্তজ আজ সকল আসর।
কলিকালের কমলিকা কায়াতে কদাচিৎ কখনও কৃপা।
কুলি কামিন কিষাণদের কারখানায় শোনান কিচ্ছা।
কেমন আছো কেয়ামত কেতকী এখন কি করে ?
কত কার্নিসের কামারা করলাম কত কোটি কবুতরের তরে।
কাননে কাননে কদম্বরাজি কদমফুলে কত কাদম্বরী।
কষ্মিনকালে দেখেছো কখনও এমন কারনামাতে কস্তুরি ?
তবুও তোমরা করো তিরস্কার তেপান্তরের তীরে।
তাদের হয়ে তল্পিবাহক তণুতে লাগিয়ে তকমা সাজাও তসবিরে ?
তালুকে তালুকে তল্লাটে তল্লাটে তর্পণে করেছি তৎদ্বির।
তমসার তীতিক্ষার করেছি অবসান বানিয়েছি তরুক্ষীর।
তিল্পনির ঘাট তিরোধানের মাঠ তপোবনের তট সব তালুকে।
তৃষ্ণায় হয় না তাপীয় তাতল সবেতে তথাস্তুতে তৎপরেতে।
No comments:
Post a Comment