একটা অন্য মানুষ চাই
সঞ্জীব চক্রবর্তী
১৬/১০/২৪
দূরের ঐ পথে নূতন মুখের হলো সমাগম,
ওরা কোথায় থাকে, এদিকে এলো এক এক করে
হাজার প্রশ্নের দিলাম উত্তর, ওদের একটা অন্য মানুষ চাই
কেনো একটা অন্য মানুষ! সে নাকি অন্য মানুষ হবে,
একটা নিয়ে চলবে এরপর অগণিত হবে বলে বসে।
বড় জটিল অঙ্ক মিলবে কি করে ওরাই জানে,
মাটি আজ বড় তপ্ত, নদীর জলে কেবল স্রোত
ছায়া খুঁজি, সামনে পিছনে, নেই ----------
হঠাৎ করে এলো ঝড় সঙ্গে নিয়ে বৃষ্টি,এখন ঝড় বৃষ্টি!
কেমন করে পালটে গেল ,
কি হলো পেয়েছো তোমারা অন্য একটা মানুষ?
অচল মেরুদণ্ড বাঁকা, ঝাপসা দেখে ওরা নয়----
"শক্ত বলিষ্ঠ,সংকল্পে অটল এমন একটা অন্য মানুষ চাই
আজ পেলাম না এখন ফিরে যাই।"
খুঁজতে হবেই এই অশান্ত সময়ে,সময় বড় কম
কোথায় তার জন্মভিটা, খুঁজতে তবে যাই
আমাদের এখন বড় প্রয়োজন অন্য একটা মানুষ
অন্য কথা নেই মুখে কেবল বলে আর চলে---
"একটা অন্য মানুষ চাই,একটা অন্য মানুষ চাই।"
No comments:
Post a Comment