দুর্দিনের মাঝেও কত সুদিন
পরেশ চন্দ্র সরকার
১৬/১০/২০২৪
মুক্ত শৃঙ্খল, ঐ রাস্তায় প'ড়ে 'হাবুডুবু' খায়
লোক চক্ষুতে সে তার অস্তিত্বও হারায়,
শৃঙ্খল থেকে যে মুক্ত হ'লো, উড়তেও চায়
শৃঙ্খল রাস্তায় এখন একাকী নিরুপায়।
ডাঙায় 'জ্যান্ত মাছ', ছটফট ক'রছে দেখে
'বক' তার 'দীর্ঘ' ঠোঁটে তুলে জলে রাখে,
মাছ বকের খুব প্রিয় 'খাবার', তবুও তাকে
বক কিন্তু খাবার ভাবেনি কোনো ফাঁকে।
ভালো লাগে যখন দেখি বাঘের তত্ত্বাবধানে
হরিণছানা বড়ো হ'চ্ছে বেশ আপন মনে,
হরিণছানার 'আপশোস' নেই মনের কোণে
ভ্রূক্ষেপও আঁকেনি কখনো সে দু'নয়নে।
ডুবন্ত মানুষকে যখন বাঁচায় এক 'ডলফিন'
ভেবে আবাক হ'ই 'এরা নয় বিবেকহীন',
মানুষেরাই যেন যত রাজ্যের মনুষত্ব বিহীন
তাই ভাবি, দুর্দিনের মাঝেও কত সুদিন!
No comments:
Post a Comment