Monday, October 14, 2024

স্মৃতি -- ড: দেবাশীষ চ্যাটার্জি

স্মৃতি
ড: দেবাশীষ চ্যাটার্জি    
14 /10 /2024 
স্মৃতি পটে তোলা যা কিছু ভাবনা 
সব যেতে চাই ভুলে 
তবু ও কি পারি সব কিছু ছাড়ি  
একা একা যেতে চলে  |

দেনা পাওনার হিসেবে নিকেশ 
বেঁচে থেকে যারা করে 
শেষ জীবনে প্রাপ্তির খাতায় 
শুন্যেরা ঝাঁপি ভরে | 

কষ্টেরা আসে দল বেঁধে সব  
বুকে গড়ে যায়  ঘর  
শূন্যতা নিয়ে বেঁচে থাকি আমি  
সহস্র বৎসর  |

কিছু কিছু ব্যথা কিছু কিছু কথা 
ভুলেও ভোলা না যায় 
শেষ জীবনে আলো আঁধারি 
উঁকি দেয়  জানালায়  |

সুখের স্মৃতি না হয় বিস্মৃতি  
মন মন্দিরে থাকে
সেই সুখটাই বাঁচতে শেখায় 
প্রেমের ছবিটা এঁকে |  

কেউ মনে রাখে কেউ ভুলে যায় 
সবাই যে যার  মতো 
আশা প্রত্যাশা জীবনের হতাশা 
বুকে কেটে যায় ক্ষত  |

No comments: