Friday, October 4, 2024

বাজলো আলোর বেণু -- রথীন কাঁড়ার

বাজলো আলোর বেনু 
রথীন কাঁড়ার 
০৩/১০/২০২৪ 
নীল অম্বরে ভেসে চলেছে 
     শুভ্র মেঘের ভেলা,
নদীর তীরে বসেছে আজ 
    সাদা কাশের মেলা।

শিশির স্নাত শিউলি ফুল 
     লুটায় মাটির পরে,
দিগন্ত জোড়া সবুজ মাঠ 
  সোনালি ফসলে ভরে।

ঘাসের পরে শিশির ফোঁটা 
     মানিক দ্যুতি ছড়ায়,
জুঁই বেলের মিষ্টি সৌরভ 
      মানব মন ভরায়।

শান্ত দীঘির কাজল নীরে 
  শাপলা সরোজ ফোটে,
উমা আসার অপেক্ষা করে 
    আনন্দে বাসর কাটে।

নতুন জামা পাবার তরে 
   শিশুরা বায়না ধরে,
বাজছে আজ আলোর বেনু 
   পার্বতী এসেছে দ্বারে।

No comments: