পূজা উপাচার
তরুণ চ্যাটার্জ্জী
04/10/24
বাজিয়ে ঢোল পিটিয়ে ঢাক,
প্রতিমা পূজা বন্ধ রাখ্।
বাহ্যিক যত ভক্তি ঘটা,
আনন্দ বিহীন শুষ্ক সেটা।
মানুষ আগে মানুষ হও,
আর্ত পিড়িতের পাশে দাঁড়াও।
জ্যান্ত দেবীর দাও সুরক্ষা,
উৎসবে ঢেকে পাবে না রক্ষা।
হত্যায় নয় বাঁচাও প্রাণ,
সেবাই পূজার অর্ঘ্য দান।
মনুষ্যত্ব থাকলে বেঁচে,
খুশিতে প্রাণ আপনি নাচে।
প্রতিমা শুধুই প্রতীক মাত্র,
প্রাণই তাঁর আধার পাত্র।
হিংসা অহং লোভে ক্ষোভে,
শুধুই পাপের আঁধার হবে।
ভক্তি শ্রদ্ধা সেবা উপাচারে,
আস্থা গড়লে ন্যায় বিচারে।
শোষণহীন শাসন দন্ড,
মানুষ পূজাই তাড়ায় ভন্ড।
No comments:
Post a Comment