Friday, October 4, 2024

সময়ের খেলা -- তরুণ চ্যাটার্জ্জী

সময়ের খেলা 
তরুণ চ্যাটার্জ্জী 
30/09/24
প্রশ্ন যত উঠছে মনে,
উত্তর তার সময় জানে।
আজকে যেটা কঠিন ধাঁধা,
কাল হবে সেই সরল সাদা।

সময় চলে আপন ধারায়,
তার হিসেবে সবাই জড়ায়।
তার কাজে সে দেয় না ফাঁকি,
করা গণ্ডায় মেলায় দেখি‌।

আজকে যার ক্ষমতা বল,
সকল কাজ হয় সফল।
কালের স্রোতে বল হারিয়ে,
ফেলবে দুখে চোখের জল।

অহংকারে অন্ধ রাজা,
করছে জমা ধনের পাহাড়।
সময় পাশা পাল্টে দিলেই,
সহ্য করে পাপের প্রহার।

অবাক জগৎ অবাক জীবন,
ভোল বদলের আজব মেলা।
সময় আপন নিয়ম দিয়ে,
নামা ওঠার করছে খেলা।

No comments: