Wednesday, October 9, 2024

পুজো এসেছে -- মহাদেব চট্টোপাধ্যায়

 পুজো এসেছে
 মহাদেব চট্টোপাধ্যায়
  ৮/১০/২৪

নীল আকাশের কপোল ঢাকা
  সাদা মেঘের কাজ ,
   শরৎ হাসছে আজ ,
ঘাসের ডগায় শিশির দোলে 
 নাকছাবির সেই সাজ |

বর্ষা গেছে শরৎ এসেছে
  শিউলি ঝরার ক্ষণ ,
     গন্ধে মাতে মন,
প্রকৃতির আজ রূপের বাহার
    নাচছে ফুলের বন |

কাশ বনেতে আলতো হাওয়া
     দুলছে দোদুল দোল ,
      বাতাসের ওই কোল ,
মন মজেছে মা এসেছে 
     ভ্রমর তোলে বোল |

শাপলা হাসে ঝিলের জলে
    শিশির ধোয়া ভোর ,
    রাতের কান্নার লোর ,
পদ্মের পাপড়ি মেলেনি চোখ 
   আছে ঘুমের ঘোর |
    
বলাকার দল যাচ্ছে উড়ে
    দিগন্তের ওই দূর ,
    পাখির মধুর সুর ,
গরু ছোটে রাখাল পিছে
   ধ্বনি তুলে ক্ষুর |

সূর্য ওঠে নিত্য কর্মে
   রক্তিম বর্ণ মুখ ,
   শরৎ স্নেহে সুখ ,
মৃদু বাতাস ফুলের গন্ধে
    সুখের নন্দন বুক |

No comments: