এরই নাম প্রেম
প্রতাপ রাকসাম
০৭/১০/২০২৪ ইং
শয়নে স্বপনে কিংবা সুখে দুঃখে
প্রিয়জনের প্রাণে মিশে যাওয়ার
নামই হলো প্রেম।
আজ শরতের ঝিরঝির বৃষ্টি,
হিমেল হাওয়া বয়ছে।
চারিদিকে প্রকৃতি নবরূপে সেজেছে।
তুমি হঠাৎ গুনগুনিয়ে গান গেয়ে
আমার কাছে ছুটে এলে।
কোকিল যেমন কুহুকুহু ডেকে
বসন্তকে স্বাগত জানায় ঠিক
তেমনি তুমিও নবযৌবনা প্রেমের
মাধুরী ঢেলে ভালোবেসেছো
আমায়।
জোছনা ভরা চন্দ্রালোকে আমিও
তোমার মাঝে আমার প্রতিচ্ছবির
আল্পনা দেখতে পায়।
একদিন দেখা না হলে তুমি এক
মুহূর্ত থাকতে পারো না;
সারাক্ষণ ফটফট করে অধীর
আগ্রহে আমার প্রতীক্ষায় পথ
চেয়ে থাকো।
দুজনেই প্রেমের নেশায় হয়ে গেছি
মাতোয়ারা।
স্বপ্নভরা মায়াময় দুচোখে আমিও
তোমার হৃদয়ের গহীনে আমার
ছায়া দেখেছি।
এখন দুজনার স্বপ্নের তরী মিশে
গেছে একি মোহনায়।
তারুণ্যের উচ্ছাসে প্রাণে
সর্বক্ষণ বাজে আনন্দ সঙ্গীত।
অফুরন্ত আবেগময় হাজারো
প্রেমের কাব্য কথায় গাঁয়ের
মেঠোপথ ধরে আমরা
রোজ হেঁটেই চলি।
শেষ গোধুলী লগ্নে নীড়ে ফেরা
ক্লান্ত পাখির মতোই আমরাও
ফিরে আসি নিজেদের বাড়ি।
অবুঝ মন বুঝে না;
কোনো বাঁধা মানেনা।
মন চাই শুধু প্রিয়জনের স্বপ্নিল
আকাশে রংধনু ছড়াতে:
এরি নাম প্রেম।
No comments:
Post a Comment