আজ শ্রদ্ধেয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁর প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য 🙏
স্মরণে নীল
কার্ত্তিক পোদ্দার
২৩/১০/২০২৪
সু'নীল কভু হয়না 'অ'নীল
বর্ষা যতোই হোক,
হৃদয় মাঝে সুনীল রবে
আসুক যতই শোক।
জন্মে-মৃত্যে গাঁথা মালিকা
শোভিত শুভ ক্ষণ,
কোকিলের গান নাড়া দেয় শুধু
বাসন্তিক যৌবন !
তবুও আকাশ নীল আভরণে
ঢেকে রাখে নিজ কায়া,
আকাশের বুকে ভেসে চলে দেখো
সুনীল' সাহিত্য ছায়া।
নীললোহিত'র বিদায়ের বেলা
আকাশের মুখ ভার,
মৃতে'র 'দিকশূন্যপুর'গতি রোধে,
সাধ্যি আছে কার।
এসেছিলে তুমি মাতৃ ক্রোড়ে ,
সাহিত্যে আঁকিলে ছবি,
প্রণমি স্মরণে তব প্রয়াণ লগ্ন
বাঙালির প্ৰিয় কবি।
No comments:
Post a Comment