নারী মুক্তির দিশারী অভয়া""।
অমর দাস।
23/10/24.
মূর্তি মাঝে নেই দুর্গা সে নয়তো ভরসা।
অভয়ারা জীবন্ত দুর্গা প্রতিরোধের ভাষা।
তব জীবন রক্ষায় যারা করছে যে লড়াই,
ভুলোনা,সমাজে আসল দুর্গা যে তারাই।
দূর্ণীতির বিরুদ্ধে অভয়ার যুদ্ধ ঘোষণা,
তাই অসুরের দল তাঁকে বাঁচতে দিলনা।
স্বাস্থ্য দুর্ণীতির যে বিরাট টাকার পাহাড়,
অভয়ার প্রতিবাদে স্তব্ধ দুর্ণীতির বাহার।
স্বাস্থ্য দুর্ণীতির বিরুদ্ধে করে সে লড়াই,
অভয়া জীবন্ত দুর্গা,সেলাম দাও সবাই।
টাকায় ডাক্তারী ডিগ্রি,অসুরের ভয় নাই।
অসুরেরা পাবেই শাস্তি নাই কোথাও ঠাঁই।
ডাক্তার দুর্গারা অর্থের জন্য হয় কলুষিত,
ভুয়ো ডাক্তারে ভরা হাসপাতাল দুষিত।
অন্যায়ের বিরুদ্ধে লড়ে অভয়া হয় যারা,
ওরাই তো জীবন্ত দূর্গা আসল দূর্গা তারা।
নারী ইজ্জৎ বাঁচাতে অভয়া করে লড়াই,
কবি বলে এসমাজে আসল দূর্গা তারাই।
দুর্ণীতির বিরুদ্ধে ডাক্তারের আন্দোলনে,
শহিদ হলো অভয়া তাতে জানে জনগনে।
ওরাই যে আসলেই দূর্গা বলে দিয়ে যাই।
অভয়া দূর্গাদের মন্দিরে খুঁজোনা ভাই।
অভয়া হত্যার মোরা কঠিন বিচার চাই।
আজ নাগরিক সমাজ জেগেছে যে তাই।
আর জি করে সুস্বাস্থ তরে আন্দোলনে,
শহিদ হলো অভয়া কি পেলো জীবনে?
কোলকাতা আন্দোলিত অভয়ার তরে,
ভুলে গেলে অভয়ারে দুর্গোৎসব করে?
পূজোয় তোমরা খাচ্ছো কতো ভালোমন্দ
অভয়া জননীর অশ্রুতে ম্লান সব আনন্দ।
তোমার আনন্দে মিলেছে অসুরের দল।
চোখ মেলে চেয়ে দেখো তাদের রংবদল।
অভয়ার মা অশ্রু লয়ে ঘুরছে দ্বারে দ্বার,
অভয়ার পিতা আদালতে চাইছে বিচার।
সুস্থ জীবনের তরে লড়ছে যারা অহর্নিশ,
তারাই আসল দূর্গা তাদের করো কুর্নিশ।
No comments:
Post a Comment