Thursday, October 24, 2024

আসছে দানা -- কল্যানী ব্যানার্জ্জী।

আসছে দানা।
কল্যানী ব্যানার্জ্জী।
২৩.১০.২৪

সকাল থেকে আকাশ আবার ভরল
বিষাদ ভারে
আসছে দানা ঘনিয়ে আবার আকাশ কালো করে।
একটুখানি গুছিয়ে ছিল ওরা অনেক কষ্ট করে
খেটে খাওয়া ওই মানুষগুলো থাকে যে কুঁড়ে ঘরে
এই তো সবে বন্যা গেল ভাসলো কতকিছু
আবার কষ্ট করে জোগাড় করে টিন হোগলা বা
পলিথিন কিছু।
নেই তো অন্ন বস্ত্র নেইতো অন্যের দয়ায় বাঁচে
আবার তারা দানার নামে
ভয়ে ভয়ে বাঁচে ;কি করবে কোথায় যাবে
কি বা তারা খাবে।
জমি জিরেত যেটুকু ছিল নোনা জলে ভাসে
অনেক চেষ্টা করেও আর চাষ হয়না তাতে।
কেমন বিচার তোমার গো মা
দেখতে কি তুমি পাওনা?
মা বলে তোমায় যারা পুজে
তাদের ডাকে কেন সাড়া দাওনা?
তুমি এলে সেজে গুজে ছেলে মেয়ে নিয়ে
মন্ডপে বসে পুজো নিলে আনন্দ তে ছেয়ে
চলে গেলে আবার তুমি তোমার নিজের ঘরে
অসহায় সব সন্তানরা রইল হেথা পড়ে।
কি অবস্থায় আছে তারা
দেখলেনাক চেয়ে।

No comments: