Thursday, October 31, 2024

গাড়ি -- কাশীনাথ মন্ডল

গাড়ি 
 কাশীনাথ মণ্ডল 
৩১/১০/২০২৪
জকির মৃত্যু ও বাতাসের গাড়ি 
মন্থর  
ট্যানারিতে মহিষ ও ঘোড়াদের অবশেষ ঝোলে 
একটি ফিটন এখানে ফুরায় 
একটি সিমেট্রিতে মেঘ ও জল 
শুকনো ফুলের তোড়া 
শুকনো মাছ লজেন্স 

মৃত্যু হোলে বাইনাকুলার এবং ট্রেডমিলে কালি পড়ে 
টাইপিস্ট মেয়েটিও আঁধার সর্বস্য 
এবার বালি ও কাঠের পাটাতনে নীল নীল ভ্রূণ এদের দীর্ঘজীবী হওয়ার বাতি জাগ্রত আছে 

একটি উন্মাদের মগজে বেল বাজে 
তারপর ভিতর বাহির রঙ করে 
তারপর ঈশ্বরের প্যান্ট খুলে দেয় 
প্রশ্ন কেন একজন অন্ধ একজন খোঁড়া একজনের উপবাস 
কেন মহামারী কেন বিকলাঙ্গ কেন রাষ্ট্রের গাড়ি সমগ্রের দুয়ারে আসেনা

No comments: