রূপসী হেমন্ত
অরূপ দাস
২৪/১০/২৪
কে বলেছে হেমন্ত নাইকো তোমার রূপ ততো!
চারিধারে ই কত বাহার রূপের যেনো নাই অন্ত।
আকাশ প্রদীপ জ্বেলে, আপনারে দাও মেলে,
তারায় তারায় আলোর ধারায় আকাশ আজি সাজন্ত।
সকাল বেলায় ঘাসের ডগায় শিশির যেন মুক্ত,
সজল বাতাস ছাড়া পেয়ে হয় যে প্রাণবন্ত।
আকাশ সুনীল স্বচ্ছ, মাঠ ভরা আজ শস্য,
কনক বরণ পাকা ধানে হারায় যে দিগন্ত।
বন চামুণ্ডা, কাল কাসুন্দি, স্বর্ণপদক গাছে-
নাম না জানা কত যে ফুল বনে ফুটে আছে।
দীপাবলির উৎসবে ছড়ায় তোমার গৌরবে,
আলোয় আলোয় না চেনালে তোমারে কে চিনতো?
রূপালি নদী, সাগর আজি ফেনায় ফেনায় ফেনিল,
বাদল হারা নীল আকাশে উড়ছে কত শঙ্খ চিল।
উঠবে নূতন ধান্য ভবে, অগ্ৰহায়ণে নবান্ন হবে,
পাতার খামে নিমন্ত্রণ পাঠালো আজ হেমন্ত।
হেদো পুকুর পানায় ভরা বেগুনী ফুলে ফুলে,
বন কলমী হিমেল হাওয়ায় উঠছে দুলে দুলে।
গাছের পাতা ঘন হরিৎ, আকাশেতে নাইরে তরিৎ,
মাঠে মাঠে সোনার ধান্য দিগন্ত বিস্তৃত।
দেব কাঞ্চন ফুল দোলে হিমঝুরিদের সাথে,
ছাতিম ফুলের উগ্রতা তে মাতাল করে রাতে।
বাউল বাতাস হয় উদাস, পাচ্ছি শীতের পূর্বাভাস,
প্রকৃতি আজ কি মনোরম! স্নিগ্ধ শ্যামল শান্ত।
No comments:
Post a Comment