Friday, October 25, 2024

জীবনের সমীকরণ -- চাঙমা বিনয় যমুনা

 জীবনের সমীকরণ
 চাঙমা বিনয় যমুনা
 ২৪/১০/২০২৪
ভুল হতে চলেছে জীবনের সমীকরণ
বার বার জীবনে আমার
চৈত্র গেল,বৈশাখ গেল,জ্যৈষ্ঠ গেল
ঘুরে ফিরে এলো আষাঢ়।

বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস মিলে
গ্রীষ্ম ঋতু আছে মনে
আমার জীবনে এসেছে গ্রীষ্ম ঋতু
আষাঢ় আর মাস শ্রাবণে।

বর্ষায় এসেছে নিদারুণ রৌদ্রদীপ্ত খরা
শীত এসেছে চৈত্র মাসে
এ মাসে হলো দারুণ বৃষ্টি আমার জগতে
কালো মেঘ জমে আকাশে।

হেমন্তে এলো শিউলিঝরা শরৎ
বর্ষা শেষে এলো নব বসন্ত
কেন হলো এলোমেলো জীবন আমার
হলোনা জানা আদি অন্ত।

দেখেছি এক কালের জ্ঞানী গুণীজন
কই ফুটতো যাদের মুখে
লজ্জায়,অপমানে রয়েছে নীরবে তারা
এখন আজ বড়োই দুঃখে।

অশিক্ষিত,মূর্খ আর চাটুকার যারা
রয়েছে তারা আজ উচ্চাসনে
চালাক চতুর শিয়ালেরা রয়েছে বসে আজ
রাজার সুরম্য রাজ সিংহাসনে।

আমার জীবন জগতে ব্যাঙেরা আজ
সর্প গিলে গিলে খায়
ছাগলের ভয়ে ব্যাঘ্রের পাল এখন
গভীর বনে পালিয়ে বেড়ায়।

আমার জগতে ঘোড়াদের রয়েছে আজ
সামনে পিছনে দু'টো মুখ
উভয় মুখে আহার করে করে তারা
তৃপ্তিতে লাভ করে অনন্ত সুখ।

গরমিল হয়ে গেল জীবনের হিসাব
হাজার চেষ্টাতেও পারছিনে মিলাতে
প্রহরের পর কেটে চলেছে সময় অবিরত
ঘুম আর আসেনা মোর রাতে।

No comments: