এবার ভাবের দুয়ার খোলো ---
বনানী সাহা
২৪- ১০- ২০২৪
আপন সীমায় গণ্ডী কেটে---
থাকবে কতো আগল এঁটে ?
এবার, ভাবের দুয়ার খোলো----
বন্ধ করে ঝগড়াঝাঁটি---
সাঙ্গ করে কান্নাকাটি --
এবার ,আড়ি মিটিয়ে ফেলো।
নব চেতনায় জাগবে ঢেউ---
পিছিয়ে থেকো না, তোমরা কেউ ----
অন্তরে জ্বালাও--- আপন আলো ।
আঁধার গুলো মুছে ফেলে---
আপনাকে জাগাও, জ্ঞানের আলো জ্বেলে ----
ঝেড়ে , মনের যত ধুলো।
দু'দিনের-- এই যে হাটে--
বেচাকেনা উঠবে লাটে---
লাভ -লোকসান কিসের বলো?
সবাই মিলে মাতবো সুখে---
থাকবো না তো-- মনোদুখে---
রাত্রি নামার আগে, দিনটাতে বাঁচি চলো ।
No comments:
Post a Comment