সহবাসী
বিদ্যুৎ রায়
১৮/১০/২০২৪
আবার ফিরব নদীর কাছে আমি,
দু:খগুলো ফেলব ধুয়ে জলে,
ভাবছি আবার বসবো নদীর পাড়ে,
নদীর তীরে বকুল গাছের নিচে।
আবার মনের দুয়ার দেবো খুলে,
আপন বেগে ছুটবে কথা নদী,
মিশে যাবে তোমার গভীর জলে ।
তুমি তো সেই স্বাধীন সোনা মেয়ে,
যেমন ছিলে অনাদিকাল ধরে।
আমায় কেনো টানো তোমার কাছে?
দু:খ নিয়ে খেলছি লুকোচুরি।
টানোই যদি, দাওনা একটু স্থান,
তোমার বুকেই ভাসিয়ে জীবন তরী,
তোমার নিয়েই যাপনটাকে সারি।
তোমার স্রোতে আজীবনকাল ভাসি,
ইচ্ছে বড়,তুমিই হবে আমার সহবাসী।।
No comments:
Post a Comment