Sunday, October 20, 2024

গল্প বলা শিল্প -- সারস

 গল্প বলা শিল্প 
  সারস
  20/10/2024
কবিতা আমার  সজারুর  কাঁটা বিদ্ধ জ্বালা
বিবেক ডঙ্কায়  আয়ঢায়   করা পথ চলা ।
কবিতা আমার  বিজারণ  জ্বরে ক্লান্ত বেলা
সকল আধানে  মনোপিড়া  মনে নব দোলা।
কবিতা কিরণে  আলোহর্ষ   বর্ষ ধরে চলা 
কবির কবিতা   দীপ্তকন্ঠ    বিদ‍্য জনে বলা।
কবিতা আমার  জাগরণ    স্বত্বা কাব‍্যে কবি
জীবন মরণ     শেষবেলা    জ‍্যান্ত নব‍্য ছবি ।
শরৎ আকাশে   চিত্রকলা    নীল নভে ভ‍্যালা
বসন্ত কোকিল   সুরসাধে    সুখী সুস্থ মেলা ।
কবিতা আখ‍্যান   পরিমল   মুক্ত বায়ু ধারা
অরুণ কিরণে     সদামত্ত    সিক্ত আয়ু পারা ।
জাগ্রত কবিতা    বনময়     পাতা সনে আড্ডা
তুহিন  প্রবাহ      তুন্ডতুঙ্গ    তীর্থ মায়া গাড্ডা ।
কবিতা আমার   সপ্তডিঙি   নিত‍্য স্রোতে  ভাসা
মনের  দিগন্ত      নীলনভো   শক্তি রসে' আশা।
আমার কবিতা   প্রতিবাদী   স্বত্বা উল্টো রথে
পথের   পথিক     প্রতিদিন    হাঁটে শুদ্ধ পথে ।
আমার  কবিতা    শবনম     বিন্দু ঘাসে জমা
শিউলি  ফুলের   শতদলে    মুক্ত ধারা রমা ।
কবিতা জীবন্ত   কিংবদন্তী   মিঠে কন্ঠে আঁকা
কলম  কালির    স্বয়ংবর     মনে'  ছবি  বাঁকা।
কালের কবিতা  কালান্তর   কই  কলা  কল্প
আমার কবিতা    রবিপথ    শিল্প কলা গল্প।।

No comments: