Tuesday, October 22, 2024

ভেঁপু -- কার্ত্তিক পোদ্দার

ভেঁপু 
 কার্ত্তিক পোদ্দার
২২/১০/২০২৪
কালো অস্তিন আবৃত বীরবিক্রমী হাতে
বেজে ওঠে কর্কশ ভেঁপু,নিশিতে বেশ অস্থৈর্য ছিলো যে!
দিবালোকে কীট নিঃসৃত জহরে যন্ত্রনা।

ভ্যাকসিন শুধু কলা-কোষে,মস্তিষ্কে নয় কেনো?
বর্বর-অজাত ভণ্ডামি, পিউপাতেই শেষ হোক সব!
খসে পড়ে নীলচে ছলনা-জমাট হেঁচকি।

কাক আঁধারে সুচছিদ্র সন্ধান,তেজালো গুপ্তক্রীড়া,
রাজপথে থিয়েটার পর্দা,অভিনয়,সবই অভিনয়।
ওদের ভেঁপু বাজবে একদিন...!

ফ্যাকাশে বর্বরতার মুখ আড়াল,জল দর্পণে,
সেদিন সকাল হবে সময়ের আগে।
পূবেল হওয়ার সাথে।

একটু থেমে দেখো,মিষ্টি বাতাস মুখ ধুয়ে দেবে,
মেরুর জমাট চাওড় পড়বে খসে!
পাতা ঝরার কাল শেষে।

No comments: