নির্লজ্জতা
প্রভাত দাস
২১/১০/২০২৪
জীবন তমস ভরলো প্রাতে
জীবন হানীর গল্প হাতে!
মুষ্টি বদ্ধ হাতের ছোঁয়া
সর্বনাশের রক্ত ধোঁয়া!
মৃত্যু দহন লোপাট সাথে
জীবন যুদ্ধ বন্দী কাঁখে!
অমল অনল ছাড়লো পাড়া
জীবন হানী দিলো সাড়া!
মৃত্যু ঘরে সুবোধ বানায়
লোপাট পাচার তথ্য সানায়!
দিলের সাজা দিচ্ছে ধোঁকা
ভাবছে বুঝি সবাই বোকা!
গল্প সে তো মৃত্যু লড়াই
দিচ্ছে আলো ভুলের বড়াই!
জীবনটা তো মিথ্যে নয়
হিসেব বেঁধে দিচ্ছে সময়!
মানস হাসে জীবন ছোঁয়াই
ত্যাগের মহিমা বড় দাওয়াই!
নাকের ডগায় বিষের ফোঁড়া
স্বপ্নগুলো বিঁধছে সেরা!
হাতির হাঁড়ে চিবুক জোড়ে
কাঁপায় দুনিয়া আঁধার ফোঁড়ে!
স্বপ্ন তাগিদ হেসে মরে
জীবন ভোরের কাগজ পড়ে!
No comments:
Post a Comment