বিস্মৃতি
অরূপ দাস
২২/১০/২৪
শেষ শরতের শিউলি যখন ঝরবে বনে বনে,-
আমার কথা তখন কি আর পড়বে তোমার মনে!
হেমন্ত তে বেলা যখন আসবে ছোটো হয়ে,
শুষ্ক বাতাস আধো ছায়ায় যখন যাবে বয়ে,
উঠবে যখন আকাশ প্রদীপ দূরের গগনে,-
‘আমার কথা তখন কি আর পড়বে তোমার মনে’?
বারান্দা তে বিজনে তে থাকবে যখন দুজনে,
হৃদয় যখন উঠবে দুলে বউ কথা কও কূজনে,
নিবিড় হয়ে করবে সোহাগ যখন প্রিয় সুজনে,-
কাশ গুলো সব পড়বে ঝরে ক্লান্ত বিধুর পবনে।
হাজার তারা উঠবে যখন সন্ধ্যা তিমির গগনে,-
‘আমার কথা তখন কি আর পড়বে তোমার মনে’?
মনের কথা বলবে যখন হাতে তে হাত রেখে,
পরাণ খুলে গাইবে গো গান স্বপ্ন আতর মেখে;
উতল বাতাস আকুল হয়ে তোমায় যাবে ডেকে,
মুখ ফিরায়ে লবে তুমি, ফেরার পথে দেখে;
ফিরবো যখন একা ভবে, করুন্ বিরস বদনে,-
‘আমার কথা তখন কি আর পড়বে তোমার মনে’?
মাতবে যখন প্রিয়র সাথে হেমন্তে দীপ উৎসবে,
হৃদয় তোমার উঠবে দুলে নবীন প্রেমের গৌরবে।
চারিধারে ছড়িয়ে যাবে গন্ধ রাজের সৌরভে,
হেলায় ছুঁড়ে ফেলবে দূরে পুরানো প্রেম বৈভবে।
আমি তখন কাঁদবো একা রাত্রে তোমা বিহনে,-
‘তখন কি আর আমার কথা পড়বে তোমার মনে’?
No comments:
Post a Comment