Tuesday, October 22, 2024

রোমাঞ্চিত শিহরণ -- গোপাল বিশ্বাস

রোমাঞ্চিত শিহরণ
 গোপাল বিশ্বাস 
 ২২.১০.২৪
চৈতালী বলো, কত্তো অভিমান তোমার বুকে?
রজনীতে দু-চোখ মেলাতে পারিনি নিদ্রাহীন দুঃখে।

বাতায়নের  শিক ধরে কাটিয়েছি কতো রাত,
অবয়বে স্পর্শ অনুভবে প্রেরণা  যুগিয়েছে  তোমার হাত।

অভিমানে যে পথে রেগে তুমি গিয়েছিলে ফিরে,
মায়াবী আবরণে ঢাকা সেপথ রয়েছে আজো ঘিরে। 

দু'খোন পা'য়ে জড়িয়ে আলতা পরা অতি মমতায়,
কাজল পরেছিলে চঞ্চুতে, নূপুর পরেছিলে পায়।

খুশবু মেখেছিলে সারা অঙ্গে  চন্দন সৌরভিত গোলাপের সনে, 
এক রোমাঞ্চিত শিহরণ দোলা দিয়ে যায় মরু সম
তপ্ত মনে। 

ওষ্ঠে, গ্রীবায় যখনি উষ্ণতা গিয়েছিলো ভাবাবেগে বেড়ে,
বিশাল ঝাঁকুনিতে নিজেকে নিয়েছিলে আমা থেকে কেড়ে।

বাহুতে জড়িয়ে ধরে যবে দু'হাতে বুকে দিলে টান,
ভেবেছিলাম অভিমান বুঝি ভেঙে হলো খান খান।

হঠাৎ স্বপ্ন ভেঙে হাহুতাশে পড়ে দেখি চারিপাশ, 
মিটিমিটি আলোতে কে যেনো হেসে করে পরিহাস।

ভেঙে ফেলো যত অভিমান আর ছোট ছোট ভুল,
দেখে নিও মরু বুকেতেও  ফুটে রবে ভালোবাসার ফুল।

No comments: