ও আমার নীলকন্ঠ পাখি
মলয় সরকার
২২/১০/২৪
ও আমার নীলকন্ঠ পাখি
কোমল রাত্তিরে আসবে কি ফিরে,
চুপি চুপি বলবো কথা
স্বপ্নের মসলিনে ভেসে যাব
গোলাপের পাপড়িতে মিশে।
বহুদিন ছিলে তুমি অজ্ঞাতবাসে
বিস্মৃতির এক্কা দোক্কায় পাইনি টের
হৃদয়ে কোমল গান্ধারের সুর।
তোমার শরীরের উঁচু-নিচু
গহীন উপত্যকায়
ঘামের গন্ধের মাদকতায়
প্রাণশক্তি ধার দিতে পারো অবলীলায়।
নতজানু আমি,
মনের ঐশ্বর্যের বৈভবে
ক্লান্ত হৃদস্পন্দনে পথনিষ্ঠ
পথিকের মত দরজা থেকে
ফিরে গেছি বারবার।
আমার নিঃশ্বাসে আন্দোলিত
এক অনন্ত প্রতীক্ষা।
আলো ভেজা ঘোলাটে চোখে
হারিয়ে গেছে ঝরনার স্বচ্ছতা।
ও আমার নীলকন্ঠ পাখি
ধার দিও কিছু রামধনু রং
যেন ময়ূরের আনন্দিত পেখম।
টাটকা সকালের মাখন রোদে
মিশে যাওয়া কান্নার দাগ
মুছে দিও তোমার পেলব হাতে।
তোমাকে এখনও খুঁজে বেড়াই
নীল আকাশের মাঝে
স্বপ্ননীল স্বপ্নের হাতে ধরে।
No comments:
Post a Comment