নিয়ম অনিয়ম
বনানী সাহা
২২ -১০- ২০২৪
নিয়ম আর অনিয়মের দ্বন্দ্ব চিরকালই ।
নিয়মের যাতাকলে পিষে ---
অনেক সময় স্বপ্নগুলো ধুলোয় যায় মিশে !
ইচ্ছেগুলো বন্দী খাঁচার পাখির মতো, ডানা ঝাপটায় !
কখনো বা বিধি নিষেধের খাঁচা ভেঙে, আকাশ ছুঁতে চায় !
নিয়ম যারা মানতে চাও না তাদের আমি বলি----
কিছু নিয়ম উল্টে গেলে বিপদ সীমায় চলি!
সূর্য, চাঁদ নিয়ম করে না উঠলে ;কী হতো ভেবে দেখো!
কেমন করে থাকতে তুমি; যদি পৃথিবী ঘুরতো ইচ্ছে মতো !
ঋতু গুলো যদি ,আসতো যেতো ইচ্ছে মতো !
তোমার গায়ে শীত- গ্রীষ্ম কেমন করে সহ্য হতো ?
বৃষ্টি যদি মাটিতে না পড়ে, ছুটতো মহাকাশে !
জল ছাড়া কেমনে তখন বাঁচতে পৃথিবীতে বসে?
শস্য শ্যামলা কেমন করে থাকতো পৃথিবী ?
অন্ন না খেয়ে কেমনে বাঁচতে তুমি ?
শৈশবের পরেই যদি আসতো বার্ধক্য !
বলো তো তোমার সেটা ভালো কী লাগতো?
অসুখ হলে নিয়ম করে ওষুধ খাওয়া চাই ।
ডাক্তার না দেখিয়ে যদি ওঝার কাছে যাই---
ঝাড় -ফুকে কী অসুখ সেরে যেত?
রোগ নিয়ে ঘরে বসে মানুষ, কতো কষ্ট পেতো!
নিয়ম করে প্রতিদিন না বসে পড়তে ---
কী হয় জানো ভালোই পরীক্ষা দিতে গেলে ?
ট্রাফিক নিয়ম না মেনে গাড়ি চালালে--
কতো বিপদ হয় জানো রাস্তাতে যানজটে ।
এমন আরো অনেক নিয়ম আছে দুনিয়াতে---
যা শুধু চলে, তোমাকে আমাকে ভালো রাখতে ।
ভুল ভাল নিয়ম তাই বলে, চাপিয়ে দিয়ো না কাঁধে !
অনিয়ম বলে সেগুলো, পারবো না গো মানতে !!
No comments:
Post a Comment