Thursday, October 24, 2024

অ-পাশবিক --সুজিত শর্মা বিশ্বাস

অ-পাশবিক
সুজিত শর্মা বিশ্বাস 
২৩/১০/২০২৪
আজ এখানে কাল ওখানে ঘটছে এমন রোজ
মাটি মায়ের কেউ কখনো রাখছে কি তার খোঁজ ?
খুললে কাগজ রোজই দেখি, বিমর্ষ মার মুখ
কান্না ছাড়া নাই কিছু আজ ? ভাঙছে মায়ের বুক।
ধর্ম বর্ণ কেউ মানে না, বয়স মানে না তার
আদিম ক্ষুধা নেয় মিটিয়ে রুখবে সাধ্য কার ?
কারোর পিঠে নেতার ছোঁয়া কেউ বা পুলিশ, তাই
কার টিকি আজ কে ছোঁবে রে ? কারো সাহস নাই।
নিত্য নতুন আইন জারি গাল ভরা তার নাম
মায়ের চোখের জল কখনো পায় না সঠিক দাম।
নামেই বিচার ! হয় প্রহসন, সাজা কি কেউ পায় ?
ধারার মাঝে উপধারায় স্বাধীন হয়ে যায়।
মানুষ আজি নাইতো মানুষ শুধুই যন্ত্র আজ
নাই কোনো কাজ চলছে দেশে রাজনীতিরই ঝাঁজ।
কে বাঁচাবে এই জাতিকে কে দেখাবে পথ ?
কেউ ভালো নাই কোন মানুষ আছে কি আজ সৎ ?
বনের পশু বলছে- "অসুর, তোমরা মানুষ নও
থাকবে ভালো তোমরা আগে সত্যি মানুষ হও।"

No comments: