দোলন খোঁপা
উৎপল অধিকারী
১৪. ১০. ২০২৪
দুঃসহ ব্যথার অমানিশা শেষে
খিলখিল হাসে সূর্যের আলো,
ভালবাসার ঐ দোলন খোঁপায়
আজ তৃষিত পরাণ রাঙালো।
ভাবনার ভুবনে কাব্যের সুবাস
থাকি চুপ অজানা ব্যাকুলতায়,
মনের উঠানে আঁকা আলপনা
একমনে দেখি বসে নিরালায়।
সাক্ষাতে দেখা হয়নি কোনদিন
দূর থেকেই দেখেছি তোমায়,
বাদলা হাওয়ার পরশ তনুমনে
মেঘমেদুর হয়ে বৃষ্টি ঝরায়।
রামধনু রঙের রাঙানো মমতায়
আকর্ষিত হই ওগো অপরূপা ,
জোনাকি হয়ে স্বপ্নের আলোকে
দোদুল দোলায় দোলন খোঁপা।
তুমি জীবনের পবিত্র অগ্নিশিখা
অজানা আবেগে পুড়তে থাকি,
নিজস্ব নির্জনে অতি সঙ্গোপনে
মনলোভা খোঁপার ছবি আঁকি।
No comments:
Post a Comment