মনমরা
অমিত চরণ রায়
১৬/১০/২০২৪
বন্যার অজুহাতে মধ্যসত্ত্বভোগীর
কারসাজিতে বাজারে দরদাম চড়া।
সংসারের মাসিক আয় ব্যয়ের হিসাব
মিলাতে গিয়ে গড়মিল দেখে মনমরা।
বাড়তি দামে বিক্রি হচ্ছে তরতরকারি
থেকে শুরু করে মাছ মাংস আর ডিম।
মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের সংসার চালাতে
গিয়ে প্রতিনিয়ত খেতে হচ্ছে হিমশিম।
বাজার মনিটরিং,জবাবদিহিতা, আইন কানুনের
দূর্বলতায় ব্যবসায়ীরা নিয়েছে সুযোগ।
বাজার পরিস্থিতির কারণে মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারগুলোতে এসেছে নীরব দুর্যোগ।
জোয়ার চলছে আজ দেশে অতিরিক্ত
মুনাফালোভী সিন্ডিকেট ব্যবসায়ী।
সময় এসেছে মিডিয়ার মাধ্যমে তাদের
মুখোশ উন্মোচন করে করতে হবে ধরাশায়ী।
No comments:
Post a Comment