ন্যায়ের শক্তি
তরুণ চ্যাটার্জ্জী
21/10/24
কিসের প্রমাণ মুছবে তুমি,
কোন্ অপরাধ দেবে ফাঁকি।
অনেক কিছুর আড়ালে থেকেও,
মনের চোখে স্পষ্ট দেখি।
কিছু মানুষ ভয়েই কাতর,
কেউ বা বাঁচে দ্বন্দ্ব দ্বিধায়।
কেউ বা মাথা ঝুঁকিয়ে চলে,
হাত পেতে খায় পেটের খুদায়।
অপরাধ তো যায় না ঢাকা,
যতই করো প্রমাণ লোপাট।
বোধ বিচার তো সবার আছে,
কেউই নয় নিরেট আকাট।
আজ নয় কাল পড়বে ধরা,
আসবে প্রমাণ মাটি ফুঁড়ে।
বাঁধন যখন আলগা হবে,
মুখোশ খানি যাবে ছিঁড়ে।
সৎ সত্যে যায় না মারা,
ক্ষমতা দম্ভ হিংসা দিয়ে।
ন্যায়ের প্রকাশ আলোর মতো,
উঠবে ফুটে আঁধার ধুয়ে।
No comments:
Post a Comment