Thursday, October 24, 2024

প্রতিচ্ছবি -- স্নেহাশিস পালিত

প্রতিচ্ছবি
স্নেহাশিস পালিত
২৩-১০-২০২৪
একটু অন্যভাবে দেখতে চাই, 
সূত্র খুৃঁজি মনুষ্যত্বের আদি রসায়নে... 
যা রাতারাতি উবে যায়নি কখনো! 

বিশ্বাসের বীজ বুনি পরম যত্নে, 
হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতার ঝড় -
কখন যেন আলগা করেছে তার মূল!

আত্মকেন্দ্রিক দুনিয়ার অভ্যন্তরে -
বেড়ে ওঠে লোভ লালসার পাহাড়... 
গুছিয়ে নিতে ব্যস্ত আপন অস্তিত্বকে!    

বিবেক ঘুমায় ক্লান্ত অবসরে, 
অশান্ত সময়ের খোকলা কার্ণিশে... 
ঘা খেয়ে ঘুম ভাঙে অনেক দেরিতে!

পাঁজরসার দেহে বাসা বাঁধে -
আশা ভরসার পুরানো আবর্জনা... 
শুষ্ক হাসিতেই বাঁচি অভ্যেস মতো! 

দিনের শেষে সেই একই হিসেব... 
কী দিয়ে কী পেলাম?  কী বাকী রইলো? 
মুচকি হাসে অন্তরাত্মা হতাশার আড়ালে!
 

No comments: