নাড়ু মামার প্রাইজ
নূরুল ইসলাম
২৭/১০/২০২৪
নাড়ু মামার শক্ত শরীর,
সাঁঝের বেলা মুগর ভাঁজে।
এক নাগাড়ে সাঁতার কাটে,
সাত সকালে নদীর মাঝে।
চ্যালেঞ্জ নিলো নাড়ু মামা,
প্রথম প্রাইজ পাবেই পাবে।
মামা আমার সাদা সিধা,
নদীর বুকে পরীক্ষা হবে।
প্রতিযোগিতা এবার কঠিন,
বাংলাদেশের দুজন আছে।
নাড়ু মামার চিন্তা কিসের,
আসবে না কেউ ধারে কাছে।
দুহাত দিয়ে বেদম টানে,
মামা সবার আগে চলে।
পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে,
হঠাৎ বিপদ নদীর কোলে।
মামাকে দেখি তীরে না এসে,
ওইখানে ডুবন্ত বাচ্চা ধরে।
দুহাতে তুলে ছেলেটির মাথা,
নদীপাড়ে ওঠে চিৎ সাঁতারে।
মামা এবার পেল না কিছু,
তবুও মামা জিতে গেছে।
প্রথম প্রাইজ মোহ ছেড়ে,
বাচ্চাটির যে প্রাণ বেঁচেছে!
No comments:
Post a Comment