Monday, October 28, 2024

হাল ছেড়ো না -- রথীন কাঁড়ার

     হাল  ছেড়ো  না 
     রথীন   কাঁড়ার 
     ২৮/১০/২০২৪ 
জীবন পথে চলতে গেলে 
   বিঁধবে অনেক কাঁটা,
রক্ত ধারায় ভিজুক মাটি 
     তবুও চলুক হাঁটা।

জীবন নদে উঠুক ঝড় 
  আসুক আঁধি তুফান,
মনের জোরে পেরোতো হবে 
    এক একটি সোপান।

চালাকি দ্বারা মহৎ কর্ম 
   কখনো করা যায় না, 
লড়াই করে জিত হাসিল 
  এটা সবাই পারে না।

আঁধার রাত্রি কেটে যেমন 
    নতুন সকাল আসে, 
দুঃখের দিন শেষ হলেই 
  আনন্দে মানব হাসে।

বাধা বিপদ আসুক যত 
ভেঙে কখনো পড়োনা, 
একাই জেনো লড়তে হবে 
  হাল কখনো ছেড়োনা।

No comments: