নিরাকার এর স্বপ্ন ভঙ্গ
সুরজিৎ পাল
২৮.১০.২০২৪
সে আসে রোজ!
নিশুতি রাতে।
ঠক্ ঠক্ করে জাগিয়ে তোলে,
আমি উত্তেজিত, কেঁপে চলি।
সে আমার হৃদয়ের মণিকোঠায় স্থান নিয়েছে।
জাপটে ধরতে গিয়ে ভুল ভাঙ্গে, সব শূন্য ! আমি যে কাল্পনিক স্বপ্নের জগতে।
স্বপ্ন ভঙ্গের কষ্ট গ্রাস করে আমার চিন্তাকে,
কি বোঝাতে চায়? তাঁর চাওয়া আর পাওয়ার জেদ - ছিন্ন করে আমার মানষিক সত্তাকে,পরিবারিক শান্তিকে।
দ্বন্দ্ব বেড়েই চলে, বুঝতে অসুবিধা হয়না শ্রেণী বৈষম্যের জাঁতা কলে পিষে চলেছি। ভুল বোঝাবুঝির সৃষ্টি উচ্চ কুঠুরির উচ্চাভিলাসী দৃষ্টি ভঙ্গি।
তবু মেয়েটির একটি গুণ কে বেগুন বলা চলেনা। সে পাগলের মতো ভালোবাসতে জানতো।
স্বপ্নে বারবার এসে ভালোবাসাকে উজাড় করে দিতো ।
বন্ধন ছিন্ন -
পাড়লো না আমার সুখের তরীকে বয়ে নিতে।
প্রচেষ্টা সত্ত্বেও প্রতিবার তীরে এসে তরী ডুবত। সমাজ, পরিবার,পরিজন,বস্তু তান্ত্রিক
ব্যবস্থার উদ্যোগ ব্যর্থ।
দেহ হতে প্রাণ - শূন্যতার পথে গেলাম।
আজ আমি অতীত,এক ব্যর্থতার প্রতীক।
কায়া হয়ে খুঁজে ফিরি সেই পাগল পারা ভালোবাসাকে। তাইতো নিরাকার স্বপ্নের বায়বীয় রূপ ধরতে গিয়ে.........!?!????
No comments:
Post a Comment