Monday, October 28, 2024

গোধূলি লগন -- এস চাঙমা সত্যজিৎ


গোধূলি লগন  
এস চাঙমা সত্যজিৎ 
২৮/১০/২০২৪
বেলা যায় যায় ডুবে গোধূলি লগনে, 
কখনো দাঁড়িয়ে আছি যেন আনমনে। 
প্রকৃতি আমায় ডাকে ওই ফুল বনে, 
নীলাভ আকাশ জুড়ে মেঘমালা সনে। 
আমার নতুন স্বপ্ন জাগুক জীবনে, 
কত ফুল ফোটে আছে তোমার কাননে। 
যতদিন স্মৃতি হয়ে থাকে তোর মনে, 
পাখির কাকলি রবে গাহি গুন গুনে। 
গোধূলি বেলার শেষে যদি সংগোপনে, 
মনের মাধুরী দিয়ে কথোপকথনে। 
সন্ধ্যা ঘনিয়ে এসেছে রাতের স্বপনে, 
তোমার গানের কথা বলো কানে কানে। 
হৃদয় জুড়িয়ে যাবে গোধূলি লগনে, 
আমার মনের কথা বুঝিবে কেমনে। 
আনন্দ বেদনা নিয়ে কত আলাপনে, 
নিঝুম রাতের বেলা দেখিব স্বপনে। 
আর কতকাল রবে দূর সংগোপনে, 
দখিনা বাতাসে ভেসে জুড়ায় নয়নে। 
আকাশে তারার মেলা নীলাভ ভূবনে, 
সুখের নিবাস গড়ি তোমার জীবনে। 
বেদনা বিদুর মনে আছি কার পানে, 
মুছে যাক গ্লানি মোর আনন্দ ভূবনে। 
খুশির জোয়ার এসেছে প্রিয়ার সনে, 
একাকী দাঁড়িয়ে আছি গোধূলি লগনে।

No comments: