হল্লা-রাজার পাল্লা ভারী
শক্তিপদ ঘোষ
১৬ , ১০ , ২০২৪
হল্লা-রাজার পাল্লা ভারী করবি তোরা কী ?
পরোয়া নাই তাঁর নামে কে বলছে কোথায় কী ;
কে গেল আর রইল বা কে তায় নাই কো তাঁর হুঁশ ,
আমরা দিই সব পোক্ত ডানা উড়ছে খেয়াল-খুশ ।
রাজার খেলায় রাজার মেলায় ভাঁড়ার হচ্ছে ফাঁকা ,
নীতিহীন সব রাজ-আদরে খাচ্ছে পেড়ে পাতা ;
জমছে নভে প্রলয়ের মেঘ তায় করেন না দৃকপাত ,
নীতির ঘরে আগ দিয়ে রাজ নিজের পেটান ঢাক ।
তাঁর সমুখে দিনে দশবার কান ধরে বোস ওঠ ,
তাঁর নামে দিস জয়ধ্বনি ভোট এলে দিস ভোট ;
তাঁর দয়াতেই চোর সে সাধু সাত-খুনেতেও মাফ ,
বাঁচতে চাস তো শ্রীপদে সেই তেল দিয়ে তেল মাখ ।
পারিষদরা রাজার কথায় নাড়েন সদা শির ,
ভিক্ষার দানে সবাই বাঁধা রাজার আসন স্থির ;
রাজা যদি একটা বলেন পারিষদরা দশ ,
সত্যে ঢেকে হল্লা দিয়ে সব মিথ্যের গায় যশ ।
রাজার সাথে অমাত্যরাও পোষে হায়নার ঝাঁক ,
দেখবি শুনবি বলবি না কেউ চুপ করে সব থাক ;
আমরাই গড়ি রাজা মন্ত্রী আমরাই থাকি ব্রাত্য ,
লুটের টাকায় বাড়ি গাড়ি বেশ করছেন অমাত্য ।
শীতটা গেলেই গাইবে কোকিল দুয়ারে জনতার ,
অতীত ভুলে আমরা আবার জয় দিয়ে যাই তাঁর ;
ওঁদের দ্বারেই ভাত চেয়ে রোজ দু'হাত পেতে থাকি ,
নুইয়ে মাথা ভাত কুড়িয়ে মান খুইয়ে সব বাঁচি ।
হক যদি হয় এমনি করে মাথা নুইয়ে নিতে ,
জীবন যাবে চিরটাকাল নাকখত দিতে দিতে ;
আজও যদি না বুঝবি তা' আর কবে সব বুঝবি ?
কতকাল আর এমনি করে পরম্পরায় পূজবি ?
হল্লার রাজা দান ছড়িয়ে কেনেন সবার মাথা ,
আমরা থাকি ভেড়ার পালে তাঁর খোঁয়ারে বাঁধা ;
তাঁর কাছে তাঁর দলটি ছাড়া দেশ সেখানে তুচ্ছ ,
নতুন দিনের সম্মুখে আজ অন্ধকার সমুদ্র ।
No comments:
Post a Comment