Thursday, October 17, 2024

নিজেকে বদলে নাও -- নূপুর আঢ্য

নিজেকে বদলে নাও
নূপুর আঢ্য
১৭/১০/২০২৪
আদরে বাঁদর রাঙা মুলো হয়ে
লম্ফঝম্প করে,
কথায় কথায় দম্ভ দেখায়
নিত্য বাহিরে ঘরে।

বাপের টাকায় ফানুস উড়ায়
মানে না কোনই মানা,
রাজার মতন চলন বলন
প্রতিদিন ষোল আনা।

হায়রে জীবন চলে না এমন
একদা ধাক্কা খায়,
বেহিসাবী হেন জীবনযাত্রা
আঁধারে হারিয়ে যায়।

পাড়া প্রতিবেশী দেয় না সঙ্গ
বদন ফিরিয়ে থাকে,
একাকী জীবনে খুন ঝরে যায়
খবর কেউ না রাখে।

নিজের উপর আস্থা রেখে
সামনে এগিয়ে যাও,
আলোকিত করো আপন জীবন
নিজেকে বদলে নাও।

No comments: