ছোট্টো বেলার কথা
নেপাল বিশ্বাস
১৮.১০.২৪
আজি এই ক্ষণে প'ড়ে গেল মনে
ছোট্টো বেলার কথা,
ভিজেছি সলিলে মাছ ধ'রে বিলে
তুলেছি কলমী লতা ।
মাছরাঙা বসে মনের হরষে
মোদের গাছের 'পরে,
হঠাৎ ছোঁ মেরে ধরতো মাছেরে
সেই কথা মনে পড়ে ।
টালির চালায় বিকাল বেলায়
বসতো চড়ুই পাখি,
কবুতর সনে তারা ক্ষণে ক্ষণে
বাঁধতো মিলন রাখি ।
ঝগড়া আবার হতো যে সবার
মিল যেতো বানে ভাসি,
স্মৃতিরা জ্বালায় সেদিন কোথায়?
যে দিনকে ভালোবাসি ।
বৈশাখী ঝড়ে কুড়োনোর তরে
আমতলা যাতায়াত,
মায়ের বকুনি এখনো তো শুনি
স্মৃতিতে আছে যা সাথ ।
No comments:
Post a Comment