আসবো ফিরে যুগান্তরে
শান্তি পদ মাহান্তী
১৭/১০/২০২৪
প্রেম পিয়াসে প্রেমের আশে
খুঁজে বেড়াই বিশ্ব,
সর্বনাশা প্রেম পিপাসা
প্রেমের খোঁজে নিঃস্ব।
প্রেম ঢুঁড়েছি প্রেম খুঁজেছি
খুঁজছি আজও একা,
চাতক চোখে বেড়াই দেখে
প্রেম বুঝি নাই লেখা।
প্রিয়ার কাছে শরীর আঁচে
এই যে কাটাই বেলা,
নিশি যাপন ছল আলাপন
মন যোগানোর খেলা।
এই অভিনয় প্রেম কভু নয়
কাম টুকু সার সত্য,
দেহের খাঁজে বেড়াই খুঁজে
রুগ্ন মনের পথ্য।
সঙ্গিনী গো রঙ্গিনী সই
ফাঁদ পেতেছো অঙ্গে,
কামের মধু ঝরাও শুধু
মন ভরে না রঙ্গে।
আসবো ফিরে যুগান্তরে
খুঁজবো আবার একা,
ভালোবাসি যে মানসী
পাই যদি তার দেখা।
No comments:
Post a Comment