দহন
সুমনা মণ্ডল
০৩।১০।২০২৪
শখের কবি লিখছে গান
কথার রাগে বিরামহীন,
শুনছি নাকি করেছে আপন
সেই দহন যা অন্তহীন।
দাহক কলজে পুড়ছে তাপে
সাদার বুকে ঝরছে রাগ,
মূর্চ্ছা গেছে স্মৃতির শহর
অভিশপ্ত - অনুরাগ।
ফের সম্মুখ পুরানো বিষাদ
নষ্ট দিনের উপন্যাস,
কাব্য কথা লাগছে মিছে
নেহাতই মিথ্যে পরিহাস।
এই কি তবে শব্দহীনা
নিশ্চুপ সেই মারণ মার!
ভেঙে পড়া টুকরোগুলোয়
অমি- তে আমি- র আবিস্কার?
হারিয়ে যাওয়া অলস দুপুর
সংসারী রোদ লাগছে ত্রাস,
বিষণ কবি জ্বলিত মন এ
নিয়ত খোঁজে স্বস্তি - আশ।।
No comments:
Post a Comment