-
কর্মফল
জয়ন্ত লাল আচার্য্য জয় ।
২৯/১০/২০২৪ ইং,
সবকিছু ছেড়ে-ছুড়ে ,
চলে যাব দূরে ,
জীবনের অবসানে ,
রবো বহুদূরে ।
মিছে মায়া সংসার ,
জীবনের বেলা ,
ছকে বাঁধা নিয়মের,
এ নিঠুর খেলা ।
চারপাশে পরিজন ,
করিবে গুঞ্জন ,
হিসাবের লেনা-দেনা ,
থাকে যতক্ষণ ।
যদি করো কারো আশা,
করে কোণঠাসা ,
তব স্নেহ ভালোবাসা,
হেরে যায় আশা ।
ভুল বুঝা-বুঝি মাঝে ,
বিষাদের সাজে ,
হতাশা বাড়ে যে কাজে,
না বুঝার মাঝে ।
সব ভুলে নিজ্ কূলে ,
যাব আমি চলে ,
দোদুল দোলায় দোলে,
অধিকার বলে ।
বিদায়ের কোলাহল ,
ক্ষণিকের ঢল ,
জীবন মরণ মাঝে ,
রবে কর্মফল ।
No comments:
Post a Comment