ফেসবুক বন্ধুত্ব
দিলীপ ঘোষ
২৯/১০/২৪
মিটার অথবা গজ মেপে কথা
ইমজি আদান প্রদান শত শত
উপরে উঠে মাটিতে নামে
শব্দহীন তুবড়ি বাজির মত
আঙ্গুলের সাময়িক কসরত
জোনাকি-আলোর ফুলকি যত
কিছুক্ষণ পরেই চ্যাপ্টার ক্লোজ
অনুভবে রাংতায় মোড়া আফশোস
আধখোলা দরজা ঠেলে আসা যাওয়া
মাটিতে শেকড় মেলে বসেনা কেউ
আলো আঁধারিতে ছায়া মূর্তি দেখে
বেওয়ারিশ প্রভুভক্তর আফশোস
যেন শিমুল তুলোর সংসার
উড়ছে সবসময় ঠিকানাহীন ঠিকানায়
আজ এই সময় যে ঢেউ এলো বালুচরে
একটু পরেই সে হারিয়ে যায়
দায়দায়িত্বহীন সাময়িক বন্ধুত্ব
গুড মর্নিং আর গুড নাইটে
তাতেও সমস্যা অনেক পরিবারে
সন্দেহ পরিনত হচ্ছে বচসাতে।
No comments:
Post a Comment