হারিয়ে যাওয়া মুহূর্ত
সত্য সুন্দর সামন্ত
সুন্দর পাহাড় আর নদীর কাছে
যখন আমি ঘোরাঘুরি করছিলাম
গৌরবময় শীতের দিনে
অগণিত বন্য পাখি দেখেছিলাম।
তাড়াতাড়ি গাড়ী থামিয়ে
দাঁড়ালাম ও দেখলাম
এই ভাবে একটি স্বর্গীয় ঘন্টা আমি কাটিয়ে ফেললাম।
তবুও আনন্দের জায়গাটা
ছাড়তে পারিনি
অনুভব করলাম কিছু একটা
কৌতূহলী হৃদয়ের টানা টানি।
অজানা রহস্যময় প্রাণী দেখেছি,
তাদের গানও শুনেছি,
তারা নদীতে মাছ ধরতে পারে
ভাসতে, ডুবতে, ঘুরতেও পারে!
কখনও দেখেছি লাল-সাদা
লিলির উপর বসতে,
আবার দেখেছি শান্ত পাহাড়ের
দিকে সশব্দে উড়ে যেতে ।
দেখেছি পাহাড়, আকাশ,
বিথি আর তাদের উড়ন্ত চিত্র
ধীরে ধীরে প্রবাহমান নদীতে
হতে প্রতিফলিত।
হায়রে!পাঁচটা শীত কত দ্রুত
জীবন থেকে চুরি হয়ে গেছে!
আবারও দেখতে এসেছি
সঙ্গে শীতল বাতাস
ঢেউ খেলানো পাহাড়, নদী,
লিলি আর তাদের উল্লাস।
আমি কিছু পাত্রবিহীন কাঁটা
গাছের নিচে দাঁড়িয়ে আছি,
দেখছি লিলি ছাড়া ক্ষয়িষ্ণু নদী
দেখিনা কোন গান গাওয়া পাখি।
নদীর বালুকাময় পাঁজর আর
শুষ্ক কাশফুল আমারে ভাবায়
কভু কি ফিরিবে
চলে যাওয়া সেই সুখো সময়?
No comments:
Post a Comment