ভাঙন
অরূপ দাস
২০/১০/২৪
গড়ার পালা শেষ হয়েছে,এবার শুধু ভাঙার খেলা,
সোনার তরী বাওয়া শেষ, ভাসাই সর্বনাশের ভেলা।
আকাশে নাই তারার দেখা, অন্ধকারে সব ঢাকা,
সন্ধ্যা-পবন বইছে আজি কার বিরহ-আতর মাখা!
সকল কথা শেষ হয়েছে, বিদায় বেলার গান শোনা,
পথের শেষে দাঁড়িয়ে আছি,পারে যাওয়ার দিন গণা।
কখন যে শেষ হয়ে গেলো স্বপ্ন সুখের জাল বোনা!
নদীর পারে উদাস আমি, গানের তরী আন মোনা।
কন্ঠ আমার জড়িয়ে আসে,দু’ই চোখে তে জল গড়ায়,
সমন আমার এসে গেছে সর্বনাশের দোরগোড়ায় ।
একটু সুখের সন্ধানে তে ঘুরে ছিলেম সব খানে,
সকল সুখ কেড়ে নিয়ে হানলো আঘাত মোর প্রাণে।
সর্বহারার দলে আমি পথ হারিয়ে দিশেহারা,
এখন শুধু বঞ্চনা মোর, দুই পায়েতে পিষে মারা।
বাঁধ ভাঙা জল ধেয়ে এসে ভাসিয়ে নে যায় সৃষ্টি,
উদাস হয়ে চেয়ে থাকা আকাশ পানে শূন্য দৃষ্টি।
সব হারিয়ে আকুল হয়ে তোমায় প্রভু কেবল ডাকা,
হারিয়ে গেছে সহজ পথ , সমুখে পথ আঁকা বাঁকা।
যা দিয়েছি চাইতে গেলে হয় যে সবাই মার মুখী,
আমার মতো এই ধরাতে কে আছে রে আর দুখী!
বাঁচার উপায় নাই রে আমার রইলো বাকি মরা,
সুখের ঘরে লাগলো আগুন , যাবে না ঘর করা।
শেষ হয়েছে ভালো আমার, এখন শুধুই ব্যর্থতা ,
ভালো আছে মন্দ আছে,কেন হারিয়ে গেল সততা!
No comments:
Post a Comment