অমৃতস্য_পুত্রাঃ
অরুণ কুমার মহাপাত্র
১০/১০/২০২৪
আমরা ক্ষুধাকাতর সব মানুষ
ভারতবর্ষটাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছি
সারাদিন...
শিরা উপশিরা ছিঁড়ে রক্ত পড়ছে
টুপটাপ...
ভারতবর্ষটা মারা যাবে অচিরে...
মরা শরীরটাকে ঘিরে পিঁপড়েরা
জড়ো হবে এবার...
পরের ছেলেকে কোলে নিয়ে
হাসছো যারা...
বুক চাপড়ে বিলাপ করে লাভ নেই
তাদের আর...
মুন্ডু নিয়ে হাঁটু মুড়ে কি দেখছো
তোমরা... ?
কে কবে বলেছিলো 'অমৃতস্য পুত্রাঃ'
ভুলে গেছ সব...?
তাই পৃথিবীর এক বিধ্বস্ত কবি পূর্বপুরুষের
ঘাম আর দীর্ঘশ্বাসে ভারতবর্ষের মাটিতে
হাত বুলিয়ে বলছে-- আহারে ভারতবর্ষ !!
শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ
আ যে দিব্যানি ধামানি তস্থূঃ ।
এই কথা বলবার দিন আজ ভারতবর্ষের এসেছে । আমরা উৎসবের দেবতাকে দর্শন
করে মনুষ্যত্বের জয়তিলক এঁকে নেবো ।
আমাদের সংগ্রাম মৃত্যুর সঙ্গে । নিন্দা ,
অবমাননাকে তুচ্ছ করে অসত্যের সঙ্গে ,
অন্যায়ের সঙ্গে সেই যুদ্ধ করার অধিকার
তিনি দিয়েছেন ।
তিনিই দিয়েছেন এই অভয়বাণী
শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ
আ যে দিব্যানি ধামানি তস্থূঃ ।
No comments:
Post a Comment