ভাবনার শেষ নাই
মানিক চন্দ্র গুঁই
৯/১০/২০২৪
আকাশ পাতাল ভাবছি কতই
ভাবনার নাই শেষ,
এই দুনিয়ার সকল মানুষ
টেনে চলি তার রেশ।
ভাবতে ভাবতে সারাটা জীবন
কেটেই যাচ্ছে ভাই,
তবুও কিন্তু ভাবনাটা থেকে
মুক্তি যে ভাই নাই।
বাবা ও মায়ের ভাবনা কেবল
ছেলেমেয়েদের তরে,
শিশুর ভাবনা সারাটা জীবন
মা বাবার কোলে চড়ে।
চোরের ভাবনা রাতের বেলায়
কোথায় করবে চুরি,
সাধুর ভাবনা কি করলে পরে
পাবে সে আলোর পুরী।
মানব মনের ভাবনাগুলোকে
জড়ো যদি যায় করা,
তাহলে হয়তো ভগবান এসে
দেবে গো মোদের ধরা।
No comments:
Post a Comment