Thursday, September 26, 2024

বিদ্যাসাগর --তুষার মণ্ডল

বিদ্যাসাগর
তুষার মণ্ডল 
২৬//০৯//২০২৪


ভগবতীর বুক জোড়া ধন 
হে মহাত্মন বিদ্যাসুগম্ভীর
শির উঁচিয়ে জগৎ মাঝে 
মহান তুমি হে মহাস্থবির।
শিশুর মতো সরল তুমি 
বিত্ত তোমার উদার মন 
দীনের দয়ার গর্ব তুমি 
কর্ম গুনে তুমি মহাত্মান।

সাগর জলের অগ্নি তুমি 
বাগ্মীতায় চির দাবানল 
মায়ের ডাকে উতল হয়ে 
লঙ্ঘিলে অতল জল।
অশিক্ষা আর অন্ধকারে 
স্থাবর তোমার অবদান 
হে মহাত্মন এ পূণ্যভূমে
স্থাপিলে নারী বিদ্যায়তন।

শিশুর মুখে দাও যে ভাষা 
অ আ ক খ বর্ণপরিচয়ে 
বিশ্ব বাসীর বিষ্ময় তুমি 
উদয় তোমার বোধোদয়ে।
অনুভূতির পরশমনি তুমি 
হে মহাত্মন ,বালবিধবার মনে
জাতির গাথা গাঁথলে ছন্দে 
তুমি হৃদয় বীণার তানে।
মৌল সমাজ বিধান তরে 
    প্রাণ কেঁদেছে তোমার 
তুমি তাহার বিধান করা
       হে দয়ার অবতার।
বিদগ্ধ জন রাজার সাথে 
      লড়াই তোমার হলো 
শাস্ত্র মতো যুক্তি তর্ক দিয়ে 
  মৌলতা উপড়ে ফেলো।

No comments: