ভোগবাদ
সুভাষচন্দ্র ঘোষ
২২/০৮/২০২৪
বিশ্বজুড়ে ভোগবাদের নগ্ন অসুস্থ
প্রতিযোগিতা
একে অপরকে টেক্কা দেওয়ার নীতিহীন
মানসিকতা
উগ্র নিয়ন আলোর চোখ ঝলসানো
বিজ্ঞাপন
ভাল -মন্দ ভুলে শুধু ইঁদুর দৌড়ের
মরণ পণ।
সুগন্ধি চালের মধ্যে মিশে স্বচ্ছ দানা
কাঁকর
অভিধানের পাতায় সেঁধিয়ে বিবেক
পাথর
শিক্ষা মনুষত্ব সব রথে আসীন ঠুঁটো
জগন্নাথ
সমাজ জুড়ে অমাবস্যার নিকষ কালো
রাত।
রক্ষক আর ভক্ষক আজ চেনা বড়
দায়
রাত দখলের অগণিত নারী বিচার
চায়
শুধু বিজ্ঞাপন- তোমার চুলই তোমার
পরিচয়
পোষাক অর্থ ক্ষমতা -কেবল দুদিনের
বেশি নয়।
আরো অর্থ আরো ক্ষমতা আরো চাহিদা
রোগ
জ্ঞান শিক্ষা বিবেক গৌণ,চায় আনন্দ
উপভোগ
ভোগবাদী সমাজে ফলছে বিষবৃক্ষের
ফল
শাঁখের করাতে ক্ষত বিক্ষত, হায় একি
গ্যাঁড়াকল।
জাগুক সমাজ, জাগুক মানুষের বোধ
যুক্তি।
চাই অসুস্থ নীতিহীনতার ভোগবাদ থেকে
মুক্তি।
No comments:
Post a Comment