Wednesday, August 7, 2024

উলট পুরাণ -- নেপাল চন্দ্র বিশ্বাস

 উলট পুরাণ 
 নেপাল চন্দ্ৰ বিশ্বাস 
  ৬.৮.২৪
গাছের ডালে হনুমানে বেড়ায় ঘুরে ঘুরে, 
ক্ষুৎপিপাসায় খাদ্য থাকে নাগাল থেকে দূরে ।
পাথর দিয়ে হনুমানের মূর্তি গ'ড়ে গ'ড়ে,
মন্দিরেতে পুজো দি' তায় অতি ভক্তি ক'রে ।

পাথর-তৈরি হনুমানের খাবার নাই যে শক্তি, 
খাবার তবু দিই তাহাকে দেখিয়ে খুব ভক্তি ।
গাছের ডালে মিষ্টি মধুর গান গাহিছে পাখি,
সেখান থেকে ধ'রে এনে খাঁচায় বেঁধে রাখি ।

আবার কভু মাংস খাচ্ছি শিকার ক'রে তাকে,
ভারসাম্য তো পরিবেশের এরাই ধ'রে রাখে ।
পাথর-তৈরি পক্ষীরাজ পুজো পাচ্ছে ঘরে, 
অদ্ভুত শাস্ত্র কী বিচিত্র মানুষ তৈরি করে ।

অনাথ শিশু পথের ধারে অভুক্ত রয় পড়ে, 
মাটির মূর্তির সামনে খাবার রাখি থরে থরে ।
শ্বেত পাথুরে বাবার জন্য জল বয়ে নিই বাকে,
জন্মদাতার স্নানের খবর কেউ কভু না রাখে ।

এই রকমের উলট পুরাণ গোড়াতে যার গলদ,
দেখছি এখন মনুষ্যকুল আগাগোড়াই বলদ ।
রাজনীতিতে দোষটা দেখে কী হবে আর বলো,
রাজনীতি তো নীতির চালে চিরকাল-ই ম'লো ।

গলদ দেখছি ঘোড়াঘাটে, নেতারা তাই করে, 
সব অকারণ নীতির খেলা, নীতি কাঁদে ঘরে ।
বন্ধ ঘরে অন্ধ হলো ন্যায়-নীতিহীন দেশটা, 
অন্ধকারে নীতিগুলো আবদ্ধ রয় শেষটা ।

No comments: