Tuesday, August 6, 2024

আলোর দিশা দাও -- সুরজিৎ পাল

 আলোর দিশা দাও
 সুরজিৎ পাল 
 ৫.৮.২০২৪
স্বপ্ন গুলো চোখের মণি কণায় ভাসতে.. ভাসতে.. কখন হারিয়ে গেল বুঝতে পারলাম না।
স্বপ্ন ভঙ্গের চারদেয়ালের অন্ধকারময়-ঘর ঘিরে ধরে গিলতে আসে - কেনো এমন হয় জানি না?
এটা কি ভয় না আশংকা?
জীবনের দর্শন পাল্টে যেতে যেতে কানে কানে বলে চলে- 
মৃত্যু ভয় কাহারে কয় সম্রাজ্ঞী - সে কি বোঝ তুমি?
চোখ থেকে নিখোঁজ হয়ে, মনের গলি ঘুরে,ঘিলু তে বিলুপ্তি, 
সব অন্ধকার, একি  সূর্য রশ্মির হারিয়ে যাওয়া ভূমি?
নাকি পাগলা গারদে বন্দী 
অর্ধ উন্মাদ সেই ছেলেটি- যে
শিকল ভাঙ্গার গান গাইতে গাইতে ফাঁসির মঞ্চে দিয়ে গেল প্রাণ।
রাতের অন্ধকারের শেষ নেই,
সকালের সূর্যের দেখা নেই,
স্বপ্ন গুলো বুঁদবুদের মতো ওঠে- ফেটে ছড়িয়ে যায় অসংখ্য ছোট ছোট স্বপ্নে।
কানে ভাসে - "ভাঙলো রে, ভাঙলো রে, ভাঙলো রে, 
ভাঙলো আঁধারের ঘুম....."
শৈশবের স্মৃতি ঘেঁটে দু একটা,
কৈশোরের ভালো লাগা, 
যৌবনের নির্ভয় উদ্দাম।
হারিয়ে গেছে চিলেকোঠার চিল চিৎকার যন্ত্রণায়,
আমি পথ ভ্রষ্ট নাবিক - মাস্তুল হীন নৌকায় বসে সামলে চলি
উথালপাথাল ঝঞ্ঝা বিদ্ধস্ত রাতের কায়া হীন মায়া।
আমি অন্ধকারের যাত্রী... ধরিত্রী মা আমায় আলোর দিশা দাও।

No comments: