এক অন্তর এমনই কাঁদে
রেজাউল করিম বিশ্বাস
২১ ০৮ ২০২৪
আকাশে বাতাসে উঠেছে রোল
প্রতিকার চাই প্রতিকার--
গগন ভেদি চিৎকার ওই
গেল গেল সব গেল--
বাঁচবার ঠাই নাই ঠাই নাই আজ !
কেউ বুঝে গেল কেউ না বুঝে মিছিলে মিছিলে
ওই সেলফি তুলার ভিড়ে
এক অন্তর এমনই কাঁদে
অন্য অন্তর ভিড়ে ভিড়ে মাথা গুনে।
শিক্ষা নিতে হও প্রতিজ্ঞাবদ্ধ
মোর দুর্ভাগা দেশে একি কান্ড ?
দাও শিক্ষা ওই দুধ শিশু টিরে
আমরা সবাই ভাই ভাই বোন বোন প্রতিবেশী।
শিখিও না তোতা পাখির বুলি !
আপনি বাঁচবেন না হিংস্র এই সমাজে।
দায়িত্ব নিক প্রতি শিশুর পিতামাতা
সুস্থ সবল সমাজ গড়তে তার শিশুর।
বুঝায় সবাই অন্যায় কি ?
শিক্ষা দিই গুরুজনের শ্রদ্ধা নমস্কার আদাব
ঘৃণা করতে শেখায় অপরাধকে অপরাধীকে না।
No comments:
Post a Comment