রাখীর বাঁধন
তরুণ চ্যাটার্জ্জী
19/08/24
থাক না অটুট রাখীর বাঁধন,
ভুলে যাই যত অশুভ হনন।
ভাই বোন সখা মধুর মিলন,
ভেদাভেদ ভুলে যাক সব মন।
থাক না অটুট রাখীর বাঁধন,
সততায় হোক স্বপ্ন পূরণ।
মানবতার হোক মহাজাগরণ,
অহিংসা শান্তি মৈত্রী স্থাপন।
থাক না অটুট রাখীর বাঁধন,
রুখে দিক জাত-জাতির ভাঙন।
বিচারের নামে মিছে প্রহসন,
শাসনের নামে অবাধ শোষণ।
থাক না অটুট রাখীর বাঁধন,
বন্ধ অযোগ্যের পদে বিচরণ।
যোগ্যের হোক সম্মান পূজন,
ভাই বন্ধুর থাক বিশ্বাসভাজন।
থাক না অটুট রাখীর বাঁধন,
শঙ্কামুক্ত খুশির জীবন।
মুখোশ ছিঁড়ে মুখের ভজন,
গালাগালি ভুলে গলাগলি পণ।
No comments:
Post a Comment